মাসলা চা
২২
সেপ্টে.

মাসলা চা

চা-এর নাম শুনলেই আমরা মনে করি তৈরী করা তে খুবই সহজ! চা পাতা, দুধ আর চিনি, এ আর এমন কি! অথচ এই সাধারণ চা-কে যে কত অসাধারণ করে ফেলা যায় সেটা অনেকেই জানি না। আমি এখন চা-এর একটা বিদেশী রেসিপি করে দেখাচ্ছি। আমার বিশ্বাস এই চা ঘরের মানুষকে একবার তৈরী করে খাওয়ালে, আর কখনো সাধারণ চা খেতেই চাইবে না।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।