আটা বা ময়দা লাগছে না, লাগছে না ইস্ট, টক দই বা বেকিং পাউডার। করতে হবে না পারফেক্ট খামির তৈরী করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আবার ফলো করতে হবে না নানান ধরণের প্রসেস। মজার ব্যাপার হচ্ছে এই চমৎকার পিৎজ্জাটা আমি তৈরী করবো তাওয়ার মধ্যে, মানে আমার ওভেন থাকারও দরকার নাই। এর চাইতে সহজ কোনো উপায় থাকতে পারে না একটা দারুন পিৎজ্জা তৈরী করার।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।