
২২
নভে.
রামেন বার্গার
আটা/ময়দা লাগছে না, আবার ইস্ট, টক দই বা বেকিং পাউডারও লাগবে না। হবে না পারফেক্ট খামির তৈরী করার জন্য ঘন্টার পর ঘন্টা নানা ধরণের প্রসেস ফলো করতে। আবার অনেক সময় নিয়ে বেক করতেও হবে না। তারপরও যদি খুব সহজেই বার্গার তৈরী করি কেমন হয় বলুন তো? একদমই আনকমন একটা বার্গার তৈরী করছি নুডুলস দিয়ে। বিদেশে এটাকে বলে রামেন বার্গার। চলুন কিচেনে চলে যাই।
তৈরী করতে লাগছে –
- ইন্সট্যান্ট নুডুলস ২ প্যাকেট
- ডিম ২ টি
- কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামুচ
এছাড়াও বার্গার সাজানোর জন্য চিকেন ললি, লেটুস, স্লাইস চীজ, পেঁয়াজের রিং নিয়েছি
➡ ঘরে সিপি স্টাইল চিকেন ললিপপ তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন
➡ পারফেক্ট বিফ বার্গার প্যাটি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
০ comments