খাবারের বৈচিত্র অনেকটাই নির্ভর করে সাথে কিরকম সস বা চাটনি দিয়ে খাচ্ছি। এই গ্রিন সসটা যা দিয়ে খাবেন তা দিয়েই ভালো লাগবে। আমরা সাধারণত অন্থন, ডাম্পলিং, চিতই পিঠা বা যেকোনো ভাজাভুজি পাকড়া নিয়ে আসবে দারুন বৈচিত্র।
চাটনি তৈরীর পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
গ্রিন সস তৈরী করতে যা যা লাগছে…
- কাঁচা মরিচ – ৫ টি
- রসুনের কোয়া – ২ টি
- ধনে পাতা – ০.৫ কাপ
- পুদিনা পাতা – ০.৫ কাপ
- লবণ – ০.২৫ চা চামুচ
- বিট লবণ – ০.২৫ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি – ০.২৫ চা চামুচ
- সাদা ভিনেগার – ০.২৫ কাপ
তৈরী করে আমাদের ফেসবুক পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।