শ্রিম্প চিজ বল

আমরা সবসময়ই চাই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরী করতে। অনেকটা সময় না খেয়ে থাকার পরে এমন কিছু দিতে যা খেলে আমরা খুব সহজেই আমাদের এনার্জি ফিরে পাই। এই চিজ বলটা একই সাথে যেমন স্বাস্থ্যসন্মত তেমনই এনার্জি ফিরে পেতে সাহায্য করবে। তৈরী করে দেখাচ্ছি শ্রিম্প চিজ বল।

তৈরী করার পদ্ধতি দেখি:

ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে লেগেছে –

  1. চিংড়ি মাছ ৫০০ গ্রাম
  2. মোজারেলা চিজ প্রয়োজন মতো
  3. ডিমের কুসুম ১ টি
  4. কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামুচ
  5. সয় সস ১ চা চামুচ
  6. ফিস সস ২ চা চামুচ (না থাকলে ১ চা চামুচ লবণ দিয়ে দেবেন)
  7. চিনি ১ চা চামুচ
  8. গোল মরিচের গুঁড়ি ১ চা চামুচ
  9. কাঁচা মরিচ ২ টি
  10. পুদিনা পাতা ১ টেবিল চামুচ
  11. রসুন ৩/৪ কোয়া

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top