বিভিন্ন রকমের শবজি দিয়ে পাকোড়া খেতে ভীষন ভালোলাগে, বিশেষ করে শীতে বা বর্ষায়। দেখাচ্ছি বিভিন্ন রকমের শবজি পাকোড়া তৈরীর প্রক্রিয়া-
চাইলে এই লিঙ্ক থেকে ইউটিউবেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরীতে যা যা লাগছে –
- বেসন
- পেঁয়াজ
- ফুলকপি
- গাজর
- আলু
- আদা বাটা
- চাট্ মশলা
- গোলমরিচ
- গরম মশলার গুঁড়ি
- বেকিং পাউডার
- লবণ
- রসূন বাটা
- তেল
- কাঁচা মরিচ
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।
