সেমাই দিয়ে ৫ মিনিটে ফাটাফাটি ডেসার্ট

প্রতিযোগি মনির হোসেন ও রুনা হামিদ মাত্র ৩৫ মিনিটে তাদের চিংড়ি চিচিঙ্গা ও বাসন্তি পোলাও রান্না শেষ করেন। এবং ঐ সময়ের ভেতরেই একটা অসাধারণ ডেসার্ট তৈরী করে বিচারকদের চমকে দেন, যা খেয়ে বিচারকরা বললেন “অনেক ট্যাশ”

মূল আবেদনে এই ডেসার্টের কথা উল্লেখ না থাকায় বিচারকদের মাতামত এবং প্রতিযোগিতার শর্ত মতে মূল অনুষ্ঠান থেকে এই অংশটি বাদ দেয়া হয়। কিন্তু অসাধারণ এই রেসিপিটি এখন আমাদের দর্শকদের জন্য বোনাস হিসেবে উপহার দিচ্ছি।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top