যারা অতিথি আপ্যায়নের জন্য নতুন ধরনের ডেসার্ট খুঁজছিলেন, তাদের জন্য একদম নতুন একটা ডেসার্ট তৈরী করে দেখাচ্ছি ক্ষীর কাস্টার্ড। মজার বিষয় হচ্ছে এই ডেসার্ট আপনারা মেহমান আসার ২/৩ দিন আগেই তৈরী করে রাখতে পারবেন। কিভাবে? জানতে সাথেই থাকুন।
তৈরী করতে লাগছে –
- তরল দুধ ১ লিটার
- সুগন্ধি চাল ০.৫ কাপ
- চিনি ১ কাপ
- কাস্টার্ড পাউডার ৪ টেবিল চামচ
- তেজ পাতা ১ টি
- দারুচিনি ১ টুকরো
- ছোটো এলাচ ২ টি
- মিক্স করেছি –
- কলা
- আপেল
- আঙ্গুর
- মিষ্টি এবং
- আনার দানা দিয়ে
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।