ফাস্টফুড প্ল্যটার মানেই কোস্লো আর অথেন্টিক কোস্লো তৈরী করতে হবে মেওনিজ দিয়ে। এর মধ্যে আমি দু ধরণের মেওনিজ তৈরী করা শিখিয়েছি, যেগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব সহজভাবে এখন মওনিজ দিয়ে তৈরী করে দেখাচ্ছি কোস্লো।
তৈরী করতে লাগছে –
- মেওনিজ ০.৫ কাপ
- দুধ ০.৫ কাপ
- চিনি ২ টেবিল চামচ
- লবণ ০.৫ চা চামচ
- বাঁধাকপি ২ কাপ
- গাজর ১ কাপ
- লেবুর রস ১ চা চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
➡ ঘরে মেওনিজ তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
