কোরিয়ান স্ট্যার ফ্রাইড ভেজিটেবল তৈরী করেছিলাম। খেতে অসাধারণ এই রেসিপিটি ঝট্পট্ তৈরী করা যায় কিভাবে তা দেখে নিন এই ভিডিওতে:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে…
- ২৫০ গ্রাম ফুলকপি
- ৫০ গ্রাম গাজর
- ৪ টা বাটন মাশরুম
- ২০ গ্রাম ক্যাপসিকাম
- আন্দাজ মতো ভাজা তিল বা সিসিম
- স্বাদ অনুযায়ী গোল মরিচের গুঁড়ি
- ১০ গ্রাম আদা কুঁচি
- ৫ কোয়া রসুনের কুঁচি
- স্বাদ অনুযায়ী লবণ
- ২ টেবিল চামুচ তিলের তেল (সিসিম ওয়েল)
- ১ টেবিল চামুচ সয় সস
- ১ চা চামুচ কর্ণ ফ্লাওয়ার
