মচমচা বেগুনী

আমাদের দেশে একটা ট্রেন্ড আছে যে রমযান মাসে বেগুনী ছাড়া ইফতার জমেনা। বেগুনী অন্য সময়ও নাশতা হিসেবে খেয়ে থাকেন অনেকে। দেখাচ্ছি বেগুনী বানানোর উপায়।

ওপরের ভিডিওটি দেখতে সমস্যা হলে ডেইলিমোশনের এই লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে যা যা লাগছে-

  1. বেগুন
  2. বেসন
  3. শুকনো মরিচের গুঁড়ি
  4. লবণ
  5. বেকিং পাউডার

কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।

৪ thoughts on “মচমচা বেগুনী”

  1. ভিডিও টা দেখে মনে হল বেগুনী গুলো খুবই মচ্মচে হয়েছে। আমার বেগুনী কিছুতেই মচ্মচে হয় না। কোনো টিপস দিবেন প্লিজ?

    1. আপনি আমার ভিডিও দেখে প্রতিটি উপকরণ ব্যবহার করুন, আশাকরি মচমচে হবে। সাধারণত বেসন ও বেকিং পাউডারের পরিমানের উপর নির্ভর করে।

Rumana Azad শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন Cancel Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top