আমরা ভালো কিছু খাওয়ার জন্য একটা অজুহাত তৈরী করি। অজুহাতের কিন্তু প্রয়োজন নেই, যদি সামনে থাকে চমৎকার শিম আলু ভর্তা।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
– আলু ২৫০ গ্রাম
– শিম ২৫০ গ্রাম
– লবণ: সেদ্ধ করার সময় ০.৫ চা চামুচ, ভর্তা মিক্স করতে ০.২৫ চা চামুচ
– শুকনো মরিচ ৪/৫ টি
– পিয়াঁজ কুচি ০.২৫ কাপ
– সরিষার তেল ২ চা চামুচ
– ধনে পাতা ১ টেবিল চামুচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।