মাত্র একটি উপকরণের জন্য গতানুগতিক একটি রেসিপি যে কতটা ভিন্ন স্বাদের হয়ে যেতে পারে, তা আপনারা তৈরী করে না খেলে বুঝতেই পারবেন না। আমি এখন আপনাদের তন্দুরি চিকেন নুডুলস তৈরী করে দেখাচ্ছি। তন্দুরি চিকেন নাম হলেও এটা তৈরী করা কিন্তু আহামরি কোনো রকেট সায়েন্স না! শিখতে আমার সাথে কিচেনে চলুন।
তৈরী করতে লাগছে –
- ACI Pure তন্দুরি মসলা স্টিক নুডুলস ১ প্যাকেট
- হাড় ছাড়া মুরগির মাংস ২০০ গ্রাম
- বাটার ২ টেবিল চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- সয় সস ১ টেবিল চামুচ
- রসুন কুচি ১ টেবিল চামুচ
- চিনি ১ চা চামুচ
- চিলি ফ্লেক্স ১ চা চামুচ
- টমেটো সস ১ টেবিল চামুচ
- কাঁচা মরিচর ৪/৫ টি
- গাজর
- ফুলকপি
- পিঁয়াজ ফালি
- ক্যাপসিকাম
- বাঁধা কপি
- পিঁয়াজ পাতা
➡ ঘরে চিলি ফ্লেক্স তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন
➡ ঘরে টমেটো সস তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
