ম্যাক্সিকান কনসেপ্টে খুব সহজ একটা রেসিপি তৈরী করছি। রেসিপিটা করেছি শুধুমাত্র ধারণা দেবার জন্য, যে কত সহজে কোনো বাড়তি ঝামেলা ছাড়া কমপ্লিট একটা মিল তৈরী করতে পারবেন। যেটা সকালে নাশতা, দুপুরে টিফিন বা রাতে ডিনার হিসেবেও খেতে পারবেন।
তৈরী করতে লাগছে –
- নুডল্স ১ প্যাকেট
- চিলি ফ্লেক্স ০.৫ চা চামচ
- মেয়োনিজ ২ টেবিল চামচ
- টমেটো সস ২ টেবিল চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
- প্রয়োজন মতো রেডি মেড পরোটা
- সবজি নিয়েছি – ক্যাপসিকাম, শসা , পিঁয়াজ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
