টমেটো ভর্তা

টমেটোর ভর্তা কত মজার হতে পারে সেটা যে খায়নি সে বুঝতে পারবে না। আর অপেক্ষা কেন, ঝট্‌পট্ দেখি টমেটো ভর্তা তৈরীর প্রক্রিয়া।

চাইলে এই লিঙ্ক থেকে ডেইলিমোশনে ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে যা যা লাগছে –

  1. টমেটো
  2. পেঁয়াজ
  3. শুকনো মরিচ
  4. সরিষার তেল
  5. ধনে পাতা
  6. লবণ

কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।

২ thoughts on “টমেটো ভর্তা”

    1. গরমের জন্য এখন শুধু শরবতে মনোযোগ দিয়েছি। তবে টাকি ভর্তা আমার মাথায় আছে।

      আপনার ওভেনে যদি গ্রিল কররার ব্যবস্থা থাকে, তাহলে গ্রিল করে নিন, নাহলে বেগুন পানিতে সেদ্ধ করেও ভর্তা করতে পারেন।

nilanjona05@yahoo.com শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন Cancel Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top