নান রুটি প্রিয় নয়, এরকম মানুষ পাওয়া কঠিন হবে। আর সেই নান রুটি যদি বাসায় বসেই তৈরী করা যায়, তাহলেতো সোনায় সোহাগা। ঝট্পট্ দেখে নিন কনভেকশন ওভেনে গার্লিক নান তৈরীর প্রক্রিয়া।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লেগেছে:
- ৩ কাপ ময়দা
- ৩ টেবিল চামুচ টক দৈ
- আন্দজ মতো বাটার
- আধা চা চামুচ বেকিং পাউডার
- ৪/৫ কোয়া রসুন
- আধা চা চামুচ লবণ
- এক চা চামুচ চিনি
- দুই টেবিল চামুচ রান্নার তেল