বলতে পারেন এটা একটা একের ভেতরে দুই রেসিপি। মানে প্রস্তুতি নিতে নিতেই একটা রেসিপি হয়ে যাবে, আর পুরো প্রসেস শেষ করলে হবে আরেকটা রেসিপি। ইংরেজিতে যাকে বলে টু-ইন-ওয়ান। আমরা একটা স্যুপ করছি, খুবই সহজ এবং একই সাথে একদমই কম উপকরণ দিয়ে। তৈরী করবো এমন কিছু উপকরণ দিয়ে, যা আমাদের ঘরেই থাকে।
তৈরী করতে লাগছে –
- পাকা বড় টমেটো ৫ টি
- কাঁচা মরিচ ৫ টি
- ফুটন্ত গরম পানি ৪ কাপ
- লবণ ১ টেবিল চামচ
- রসুন কুচি ১ টেবিল চামচ
- বাটার ২ টেবিল চামচ
- ডিম ২ টি
- কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
