স্বাস্থ্য সচেনতনদের প্রিয় খাবার সালাদ। আর সেটা যদি বাসায় তৈরী করা যায়, তাহলেতো কথাই নেই। চলুন দেখি চট্ করে মজাদার সালাদ তৈরীর উপায়।
ওপরের ভিডিওটি দেখতে সমস্যা হলে ডেইলিমোশনের এই লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে-
- একটা টমেটো – কিউব করে কাটা
- একটা গাজর – কিউব করে কাটা
- দুইটি শসা – বিচি ছাড়িয়ে নিয়ে কিউব করে কাটা
- একটা পেঁয়াজ – কিউব করে কাটা
- বাঁধাকপির একদম ভেতরের অংশটার কুঁচি
- তিনটা মাঝারি আকারের আলু – কিউব করে কাটা
- চিনি
- গোলমরিচের গুঁড়ো
- মেয়োনিজ
- বিট লবণ অথবা চাট মসল্লা
- লবণ
- মাখন/বাটার
- চিলি সস
- সেদ্ধ করা একটা ডিম
- এক টুকড়ো লেবু
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।