টেস্ট পরিবর্তন করার জন্য বা চট্পট্ দুপুরের বা রাতের খাবার সেরে ফেলার জন্য নুডুলসের বিকল্প নেই। আর সেটা যদি খুব সহজে অনেক বেশী মজাদার হয়, তাহলেতো সোনায় সোহাগা। চলুন দেখি চমৎকার নুডুলস্ রান্নার উপায়।
ওপরের ভিডিওটি দেখতে সমস্যা হলে ডেইলিমোশনের এই লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে-
- ফেটে নেয়া একটা ডিম
- একটা মাঝারি আকারের আলু কিউব করে কাটা
- অল্প একটু ফুলকপি
- অল্প একটু গাজর কুচি করে কাটা
- একটা বড় পেঁয়াজ একটু মোটা করে কাটা
- একটা ছোটো পেঁয়াজ কুচি করে কাটা
- ফালি করে নেয়া কয়েকটা কাঁচামরিচ
- একটু আদা বাটা
- একটু রসুন বাটা
- রান্নাকরা মাংস কুচি করা
- এক প্যাকেট স্টিক নুডুলস্
- লবণ
- গোলমরিচ
- রান্না করার জন্য তেল
- সয়াসস
- ওয়েস্টার সস
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।
ভাবী, অস্থির হয়েছে! তা ডেমো চেখে দেখতে কি আপনার বাসায় আসা যাবে? 😛
@facebook-100001176559396:disqus আমারে সাথে নিও 😀
@facebook-100002647920786:disqus ভাই আমি কিন্তু আছি 😛
বাজার করে বাসায় চলে আসো এনি টাইম!
বাজার নিয়ে আসলে আমার রান্না করতে অসুবিধা নাই…
ওকে শনিবারের পর আসা হচ্ছে কিন্তু… 😛
ইচ্ছা থাকলে উপায় হয়!