নাশতায় পড়টা বা রুটি দিয়ে অথবা ভাতের সাথে ফুলকপি ভাজি সবারই প্রিয়। এই ফুলকপি ভাজি করার ধাপগুলি দেখবো এখন-
ওপরের ভিডিওটি দেখতে সমস্যা হলে ডেইলিমোশনের এই লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।
তৈরীতে যা যা লাগছে-
- ফুলকপি একটা ছোট
- তিনটা আলু
- দু’টা পেঁয়াজ কুঁচি
- কয়েকটি কাঁচা মরিচ ফালি
- একটা পেঁয়াজ ফালি করে কাটা
- ধনে পাতা
- রসূন বাটা – আধা চা চামুচ
- লবণ
- হলুদের গুঁড়ো
- ধনের গুঁড়ি
- তেল
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।