চিকেন সাসলিক

কাবাবের মধ্যে চিকেন সাসলিক ভীষণ জনপ্রিয় একটি খাবার, আর বাসায় তৈরী করা গেলেতো আর কথাই নেই। দেখি চিকেন সাসলিক তৈরীর প্রক্রিয়া-

চাইলে এই লিঙ্ক থেকে ইউটিউবেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে যা যা লাগছে-

  1. মুরগীর মাংস
  2. টমেটো
  3. পেঁয়াজ
  4. ক্যাপসিকাম
  5. রসূন বাটা
  6. সয় সস
  7. আদা বাটা
  8. ওয়েস্টার সস
  9. কাবাব মশলা
  10. গরাম মসলার গুঁড়ি
  11. গোল মরিচের গুঁড়ি
  12. চিলি সস
  13. তেল

কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।

৫ thoughts on “চিকেন সাসলিক”

  1. চিকেন সাসলিক আমার বেশ প্রিয় একটি খাবার, কিন্তু বাসায় কখনো বানানো হয়নি কী ধরণের মসলা দিতে হবে বুঝতে না পেরে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একদম পুরো রেসিপিটা ভিডিও করে ধাপে ধাপে দেখানোর জন্য:)
    আমি বাসায় অবশ্যই চেষ্টা করব।

Rumana Azad শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন Cancel Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top