অনেকেই রিকোয়েস্ট করেন যে গতানুগুতিক খাবারের বাহিরে ভিন্ন ধরণের কিছু তৈরী করে দেখাতে, যা তৈরীও করা যাবে ঝট্পট্ এবং খেতেও হবে একটু অন্যরকম। তাদের জন্যই এই মুরগির কলিজা ভর্তা রেসিপি।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লেগেছে:
- রান্না করা মুরগির কলিজা ১ টি
- কাঁচা মরিচ ২ টি
- মাঝারি আকারের পেঁয়াজ ২ টি
- ধনে পাতা আন্দাজ মতো
- সরিষার তেল দেড় চা চামুচ
- লবণ আধা চা চামুচ
