ব্যাচেলারদের জন্য ডিম ভুনে ভর্তা করেছি কোনো বাটা/পেষা না করেই
তৈরী করতে লাগছে –
- মুরগি/হাঁসের ডিম ২ টি
- পিঁয়াজ কুচি ১ কাপ
- কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
- গরম মসলার গুঁড়ি ০.৫ চা চামচ
- লবণ
- ডিমে ০.৫ চা চামচ
- ভর্তা তৈরীতে ০.৫ টেবিল চামচ
- তেল
- ডিম ঝুরা করতে ১ টেবিল চামচ
- ভর্তা তৈরীতে ১ টেবিল চামচ
- ইচ্ছে মতো ধনে পাতা
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
