কুরবানি ঈদের কথা মাথায় রেখে একটা নতুন বিরিয়ানি করলাম। এই বিরিয়ানিটা একটু সাদা রঙের হয় কিন্তু অনেক টেস্টি। সুবিধা হলো এটা মাটন – বিফ সহ যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়।
- মাংস প্রস্তুত করতে লাগছে –
- মাংস ২ কেজি
- টক দই ১ কাপ
- পিঁয়াজ ৪টা মাঝারি আকারের
- আদা ২৫ গ্রাম
- রসুন ১২ কোয়া
- কাঁচা মরিচ ১৫ টি
- বাদাম ১ টেবিল চামচ
- ধনে পাতা ১ মুঠ
- পুদিনা পাতা ১ মুঠ
- কিসমিস ১ টেবিল চামচ
- লবণ ১ টেবিল চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- ঘি ০.৫ কাপ
- তেজ পাতা ৩/৪ টি
- দারুচিনি ৪ টুকরো
- ছোটো এলাচ ৫/৬ টি
- বড় এলাচ ২ টি
- লবঙ্গ ৮টি
- কাবাব চিনি ১০ টি
- কালো গোল মরিচ ১০/১২ টি
- তারা মসলা (স্টার এনিস) ১ টি
- শাহী জিরা ০.২৫ চা চামচ
- হেভি ক্রিম ০.২৫ কাপ
- জয়ত্রী
- চিনি ১ চা চামচ
- বিরিয়ানি রান্নায় লাগছে
- বাসমতি চাল ৪ কাপ (১ কেজি)
- ছোটো এলাচ ৩/৪ টি
- লবঙ্গ ৪টি
- তেজ পাতা ১ টি
- দারুচিনি ১ টুকরো
- শাহী জিরা ০.২৫ চা চামচ
- লবণ ১ টেবিল চামচ
- রান্নার তেল ১ টেবিল চামচ
- লেবুর রস ২ টেবিল চামচ
- ঘি ২ টেবিল চামচ
- দুধ ১ কাপ
- আলু বোখারা ৬/৭ টি
- কিসমিস
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।