ভিটামিন এ দিয়ে ভরপুর কাঁঠালের বিচি ভর্তা করেছি
কাঁঠালের বিচির অনেক রকমের রেসিপি আছে, যার মধ্যে সবচাইতে জনপ্রিয় কাঁঠালের বিচি ভর্তা। অনেকেই অনেক ভাবে এই ভর্তাটা করেন, আমি এখন আমার ঘরে সচর আচর যেভাবে ভর্তা করি সেটাই দেখাচ্ছি। আশাকরি নতুনদের জন্য অনেক কাজে লাগবে।
তৈরী করতে লাগছে –
- কাঁঠালের বিচি ৫০ টি (আনুমানিক)
- সরিষার তেল
- প্রিপারেশনে ২ টেবিল চামচ
- মাখানোর সময় ১ টেবিল চামচ
- শুকনো মরিচ ৭/৮ টি
- পেঁয়াজ কুচি ০.৫ কাপ
- লবণ ১ চা চামচ
- ১ ফালি লেবুর রস
- সামান্য ধনে পাতা
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
